মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

তামিমকে নিয়ে বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক

তামিমকে নিয়ে বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা

মিরপুর একাডেমি মাঠের সংস্কার কাজ দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে ছিলেন সাবেক অধিকনায়ক তামিম, শাহরিয়ার নাফিসসহ অন্যরা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসবেন। সাজ সাজ রব পরে যায় স্টেডিয়ামের কর্মচারীদের মধ্যে। সবাই অপেক্ষা করেছেন সকাল থেকে। দুপুর ১২টায় সবার আগে স্টেডিয়ামে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাঁ-হাতি ওপেনারের উপস্থিতির অল্প কিছু সময় পর বৃষ্টি মাথায় নিয়ে স্টেডিয়ামে হাজির হন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গাড়ি থেকে নামার পর উপদেষ্টাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বরণ করেন বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন। সঙ্গে ছিলেন তামিম ইকবাল, হাবিবুল বাশারসহ শত শত ক্রিকেট সংগঠক ও বিসিবির কর্মকর্তা-কর্মচারীরা। এর পর ক্রীড়া উপদেষ্টা স্টেডিয়াম, মাঠ ও ইন্ডোর স্টেডিয়াম ঘুরে ঘুরে দেখেন। কিছু কিছু বিষয় নোট করে নেন। যাতে দ্রুত সেগুলোর সমাধান করতে পারেন। গতকাল উপদেষ্টার বিকেএসপি যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে পারেননি। স্টেডিয়ামে তিনি মিডিয়ার মুখোমুখি হননি। বিসিবি সরবরাহকৃত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো ঘুরে দেখছি। বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। বিসিবি ও ক্রীড়া পরিদপ্তরে আসা হয়েছে। বিসিবিতে অবকাঠামোগত সুবিধাগুলো ঘুরে দেখছিলাম। নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে নারী টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে, সেসব একটু নোট নিলাম। আশা করি, সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব।’

ছাত্র-জনতার গণ আন্দোলনে ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। পতনের পর ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী। লন্ডন চলে যান যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাজমুল হোসেন আনুষ্ঠানিকভাবে এখনো পদত্যাগ করেননি। তবে ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে নতুন সভাপতির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উচ্চারিত হচ্ছে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম। এ ছাড়া পরিচালক পর্ষদেও ব্যাপক পরিবর্তন আসছে। গতকাল পদত্যাগ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। অনেক পরিচালক আত্মগোপনে। আবার যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের অনেকে ক্রীড়া উপদেষ্টার অফিসে দেখা করেছেন কয়েকদিন আগে। কিন্তু গতকাল কেউই উপস্থিত ছিলেন না বিসিবি কার্যালয়ে।

গতকাল স্টেডিয়ামে এসেই তিনি বিসিবি সভাপতি রুমে যান। এর পর মিটিং রুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয়ে। সে সময় বিসিবি সিইও ও তামিম কথা বলেন নানান বিষয়ে। সবার সঙ্গে কথা বলে তিনি মাঠে নেমে ঘুরে দেখেন স্টেডিয়ামের সংস্কার। মিডিয়া সেন্টার দেখে তিনি একাডেমি মাঠে যান এবং সংস্কার কাজ দেখে। সবশেষে তিনি মাঠ দিয়ে ইনডোর স্টেডিয়ামে যান। সেখানে তখন অনুশীলন করছিলেন নিগার সুলতানারা। তাদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। ক্রীড়া উপদেষ্টা মিরপুর পরিদর্শন নিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘উপদেষ্টা মহোদয় অফিস পরিদর্শন করেছেন। আমাদের যে সুযোগ-সুবিধাগুলো আছে, সেগুলো দেখেছেন। তার আজকে (গতকাল) আসার মূল যে বিষয়টা যতটুকু বুঝতে পেরেছি, উপদেষ্টা মহোদয়ের হয়তো আরও পরিকল্পনা আছে। শিগগিরই অন্য ফেডারেশনগুলোতেও হয়তো যাবেন। সেটার ধারাবাহিকতায় হয়তো আমাদের ক্রিকেট বোর্ডে এসেছিলেন।’ ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিমের থাকা নিয়ে ছড়িয়ে পড়ে নানান গুঞ্জন। জাতীয় দলের সাবেক অধিনায়কের থাকার কারণ স্পষ্ট করে বলতে পারেননি নিজামউদ্দিন, ‘এই বিষয়টা আসলে আমি অবগত না, কী দায়িত্ব থেকে তামিম এসেছেন। উনি এসেছেন, যেহেতু উপদেষ্টা ছিলেন, সব সময় পাশে তামিম ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’

সর্বশেষ খবর