বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

সিনসিনাত্তি ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বেলারুশের মেয়ে অ্যারিনা সাবালেঙ্কা। ফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৫ গেমে পরাজিত করেছেন। বছরের প্রথম ট্রফি জয় করলেন সাবালেঙ্কা। এর আগে সর্বশেষ তিনি গত বছরের মাদ্রিদ ওপেন জয় করেন। ফাইনালে সেই টুর্নামেন্টে হারিয়েছিলেন ইগা সোয়াটেককে। চলতি বছরও মাদ্রিদ ওপেনে ফাইনাল খেলেন সাবালেঙ্কা। ফাইনাল খেলেন ইতালিয়ান ওপেনেও। দুটো টুর্নামেন্টেই ইগা সোয়াটেকের কাছে হেরে শিরোপাবঞ্চিত হন বেলারুশের এই মেয়ে। অবশেষে অধরা ট্রফি জয় করলেন তিনি। সিনসিনাত্তি ওপেনে প্রথমবার ফাইনাল খেলেই চ্যাম্পিয়ন হলেন সাবালেঙ্কা। এর আগে বেলারুশের মেয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কা এই টুর্নামেন্ট জয় করেছেন ২০১৩ ও ২০২০ সালে। ওপেন যুগে এই টুর্নামেন্টে দুবারের বেশি কোনো মেয়েই চ্যাম্পিয়ন হতে পারেনি। অ্যারিনা সাবালেঙ্কা কতদূর যাবেন! ২৬ বছর বয়সী বেলারুশের মেয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি অনেক আনন্দিত। যেভাবে ফাইনালে খেলেছি এটা ছিল সত্যিই অনেক ওপরের লেভেলের।’

সর্বশেষ খবর