বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পাপন কি আজই পদত্যাগ করবেন

বিসিবির জরুরি সভা

ক্রীড়া প্রতিবেদক

পাপন কি আজই পদত্যাগ করবেন

আওয়ামী লীগ সরকার পতনের পরই ক্রীড়াঙ্গনজুড়ে অচলাবস্থা তৈরি হয়েছে। অধিকাংশ ফেডারেশনের কর্মকর্তারা গা ঢাকা দেওয়ায় কোনো কর্মকা  নেই। বড় দুই ফেডারেশন বিসিবি ও বাফুফে নিয়েই চিন্তিত ক্রীড়ামোদীরা। বিশেষ করে ক্রিকেটে বছরজুড়েই আন্তর্জাতিক শিডিউল থাকে। অচল থাকলে তাহলে ক্রিকেট চলবে কীভাবে? যাক, স্বস্তির খবর হচ্ছে ক্রিকেটে সংকটাপন্ন অবস্থা দূর হতে চলেছে।

আজ বোর্ডের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা। পরিচালকদের সভা মূলত বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হলেও আজ তা ক্রীড় মন্ত্রণালয় সম্মেলন কক্ষে হবে। কারণ নিরাপত্তার কারণে অনেকে মিরপুরে যেতে চাচ্ছেন না। তবে এ সভায় কতজন পরিচালক থাকবেন তা-ও দেখার বিষয়। সভাপতি ছাড়াও কয়েকজনের সন্ধান মিলছে না। তবে পাপন লন্ডনে রয়েছেন তা তিনি নিজেই বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজনকে জানিয়েছেন। আজকের সভা ঘিরে আলোচনা একটাই-সভাপতি পদ থেকে পাপন পদত্যাগ করবেন কি না? জানা গেছে, লন্ডনে থাকলেও পাপন ভার্চুয়ালি যোগ দেবেন। সেখানে তিনি সভাপতি পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেবেন। পরে লিখিত পদত্যাগপত্রও পাঠিয়ে দেবেন। পাপনের জায়গায় সম্ভাব্য সভাপতি হিসেবে নাম শোনা যাচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক     ফারুক আহমেদের। হয়তো আজই সব পরিষ্কার হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর