বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

হকিতে অ্যাডহক কমিটি গঠনের দাবি

ক্রীড়া প্রতিবেদক

১৫ বছর ধরে ক্রীড়াঙ্গন অনিয়ম ও দুর্নীতিতে বন্দি ছিল। অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানোয় খেলাধুলার মান শেষ হতে চলেছিল। হকি ফেডারেশনে ছিল তো আরও ভয়ংকর অবস্থা। অনিয়ম আর দুর্নীতি ছাড়াও এখানে চলেছে পেশিশক্তির প্রদর্শন। হকি ফেডারেশনের সাধারণ সম্পদক মুমিনুল হক সাঈদ ও সহসভাপতি রশিদ শিকদার অকর্মের জুটি বেঁধে ফেডারেশনকে যেন নিজেদের সম্পতি বানিয়েছিলেন। তাদের সহযোগী হিসেবে ছিল কিছু চাটুকার কর্মকর্তা। যারা হাস্যকর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারে বসেছিলেন।

ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে গেপ্তার এড়াতে সাঈদ দেশ ছেড়ে পালিয়ে যান। এবার আওয়ামী লীগ সরকারের পতনের পরও চলে যান নেপালে। রশিদ শিকদারও গাঢাকা দিয়েছেন।  তাদের কুকর্মে জনপ্রিয় এ খেলা ধ্বংসের মুখে। গতকাল হকি বাঁচাতে মওলানা ভাসানী স্টেডিয়ামে মানববন্ধন করেন দেশের সাবেক তারকা খেলোয়াড় ও সংগঠকরা। তাদের দাবি, অবিলম্বে বর্তমান ফেডারেশনের কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন হোক। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও তারকা খেলোয়াড় সাজেদ এ এ আদেল বলেন, ‘সাঈদ-রশিদ গং দেশের হকির বারোটা বাজিয়েছে। দুজনই এখন পলাতক। এভাবে হকি চলতে পারে না। তিনি ক্রীড়া উপদেষ্টার কাছে আহ্বান জানান, যত দ্রুত সম্ভব হকির কমিটি ভেঙে দিয়ে যোগ্যদের নিয়ে অ্যাডহক কমিটি করার।’

সর্বশেষ খবর