মেয়েদের হকি বিশ্বকাপ শুরু হয় ১৯৭৪ সালে। ফ্রান্সে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডসের মেয়েরা। ফাইনালে তারা ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। ডাচদের পক্ষে জয়সূচক গোলটি করেন নেলেকে ফন কোলেনবার্গ। মেয়েদের হকিতে সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।