সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে পেয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল বি গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ম্যাচের শেষ মুহূর্তে (৯০+৫ মিনিটে) কিপগেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় যুবারা। বি গ্রুপে টানা দুই ম্যাচ জিতে গ্রুপসেরা হয়েছে ভারত। এ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ সেমিফাইনালে তাদেরই মুখোমুখি হবে। তবে প্রতিপক্ষ ভারত হলেও বেশ আশাবাদী বাংলাদেশের যুবারা। গতকাল বাফুফের পাঠানো ভিডিও বার্তায় আগের ম্যাচে নেপালের বিপক্ষে গোল করা মিরাজুল বলেন, ‘ভারত ম্যাচটা আমরা ফাইনাল ভেবেই খেলব।’ দলের সবাই বেশ অনুপ্রাণিত। এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেই বাড়ি ফিরতে চায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ২০২২ সালের আসরে ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল বাংলাদেশ। এবার সেমিফাইনালেই ভারতকে পেল তারা। আগেরবারের প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা আছে। তবে তা প্রকাশ করছেন না ফুটবলাররা। আপাতত নিজেদের খেলায় মনোযোগী তারা। কাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ভুটান। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।