বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৫তম সভাপতি ফারুক আহমেদ। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন নাজমুল হাসান পাপনের জায়গায়। ফারুকের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। দুজন স্থলাভিষিক্ত হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুসের জায়গায়। জালাল পদত্যাগ করলেও ববি পদত্যাগ করেননি। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নিয়োগের ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের ৯.৩.২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিলর প্রতিনিধি কোটার মোহাম্মদ জালাল ইউনুস ১৯ আগস্ট পদত্যাগ করেন। উক্ত শূন্য পদে নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেয়। গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিচালক ক্যাটাগরিতে আগের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদকে মনোনয়ন দেওয়া হয়। আইনশাস্ত্রের দর্শনের ভিত্তিতে প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করা হয়।