রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অনুশীলন শুরু

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অনুশীলন শুরু

পেশাদার ফুটবলে দলবদল শেষ হয়েছে। এখন ক্লাবগুলোর অনুশীলনে নামার পালা। বড় ক্লাবগুলো মূলত দলবদল চলাকালেই অনুশীলন শুরু করে দেয়। এবার দেশের পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডির মতো বড় ক্লাব চলতি মৌসুমে খেলছে না। এতে বড় সংকট দেখা দেয়। কেননা যেসব খেলোয়াড় তাদের সঙ্গে চুক্তি করেন তারা বিপাকে পড়ে যান। শেষ পর্যন্ত বেশ কয়েকজন বিভিন্ন ক্লাবে নাম লেখান। চট্টগ্রাম আবাহনীরও খেলার কথা ছিল না। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক জাহিদ হোসেন এমিলি ও মামুনুল ইসলামের প্রচেষ্টায় দলটি খেলছে। তার পরও নানা প্রতিকূলতার মধ্যে ঘরোয়া ফুটবল বন্দি। নতুন মৌসুম কবে শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে হতে পারে। ইতোমধ্যে বসুন্ধরা কিংস আপাতত লোকাল ফুটবলারদের দিয়েই অনুশীলন শুরু করেছে। চলতি সপ্তাহে ঢাকা এসে পৌঁছাবেন দলের নতুন কোচ তিতে ভ্যালেরিউ। রোমানিয়ান এ কোচের গত মাসের শেষের দিকেই ঢাকায় আসার কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। তিতে এলেই কিংসের অনুশীলন পুরোদমে শুরু হয়ে যাবে। রবসন রবিনহো, মিগেল ফিগেরাকে ধরে রাখার পাশাপাশি আরেক ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে কিংস টিম ম্যানেজমেন্ট। এ ছাড়া একজন ফরাসি ও একজন নাইজেরিয়ান ফুটবলারকে দলে ভিড়িয়েছে কিংস। শুধু ঘরোয়া নয়, অক্টোবরে কিংস আবার খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগ। তাই তাদের অনুশীলন শুরু করাটা জরুরি হয়ে পড়েছিল। পেশাদার লিগে এবার তাদের ডাবল হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

সর্বশেষ খবর