রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সাকিবের মামলা নিয়ে বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের মামলা নিয়ে বিসিবি সভাপতি

চারদিকে মামলার ছড়াছড়ি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে মামলার আসামি অনেকেই। এ তালিকা থেকে বাদ পড়েননি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। গত নির্বাচনে তিনি মাগুরা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তাকে হত্যার আসামি করা হয়েছে। ক্রিকেটার থাকা অবস্থায় কোনো ক্রিকেটারের বিরুদ্ধে হত্যার মামলা এই প্রথম। যেহেতু বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, তাই সাকিবের মামলা ঘিরে আলোচনা তুঙ্গে। যখন এই মামলা হয় তখন ইসলামাবাদে সাকিব টেস্ট খেলতে ব্যস্ত। তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে।

সাকিবকে ঘিরে গতকাল বোর্ড সভাপতি ফারুক আহমেদ পরিচালকদের নিয়ে সভা করেন। বৈঠক শেষে ফারুক সাংবাদিকদের বলেন, ‘সাকিবের বিরুদ্ধে মামলা হয়ছে সবাই জানেন। তবে লিগ্যাল নোটিশটা আমাদের কাছে এসে পৌঁছায়নি। এফআইআর হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। এই মুহূর্তে যেহেতু টেস্ট চলছে, তাই আমরা সিদ্ধান্ত নিতে পারিনি’। তবে সিদ্ধান্তটি পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই নেওয়া হবে, এমন ইঙ্গিতও দিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে এখনো চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া কঠিন।’

সর্বশেষ খবর