রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

জামালকে নিয়েই জাতীয় দল

ক্রীড়া প্রতিবেদক

জামালকে নিয়েই জাতীয় দল

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে এবার কোনো ক্লাবই নেয়নি। মধ্যবর্তী দল বদলে তাকে কেউ না নিলে ঘরোয়া আসরে মাঠের বাইরে থাকবেন তিনি। যাক পেশাদার ফুটবলে কোনো ক্লাবে জায়গা না হলেও জাতীয় দলে ঠিকই ডাক পেয়েছেন এবং অধিনায়কও থাকবেন। ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ফিফা উইন্ডো দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। থিম্পুর পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে ৩০ আগস্ট ঢাকা ছেড়ে যাবেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা। কোচ হ্যাভিয়ের কাবরেরা আপাতত ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন। এই তালিকায় বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড় নেই। কিংস ঘরোয়া আসরের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় তাদের পক্ষে খেলোয়াড় ছাড়া সম্ভব নয়। তবে ৩০ আগস্ট জাতীয় দলের সঙ্গে কিংসের খেলোয়াড়রা যোগ দেবেন। সে দিনই তারা ভুটান যাবেন। এবারে জাতীয় দলে ২৩ জন খেলোয়াড়ই ভুটান যাচ্ছেন। অর্থ সঙ্কটের কারণে বাড়তি খেলোয়াড় সম্ভব নয়। কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘ফুটবলাররা অলস সময় পার করছে। অথচ সামনে এশিয়ান কাপের বাছাই পর্ব। আমি চাচ্ছি ভুটানের সঙ্গে খেলে তাদের পারফরম্যান্স যাচাই করতে। ভুটান শক্তিশালী দল তাদের বিপক্ষে সেরাটাই দিতে হবে। দুটি ম্যাচ জয় পেলে আত্মবিশ্বাস বাড়বে।’ ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন, মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন, পাপ্পু হোসেন (গোলরক্ষক)। মেহেদী হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন (ডিফেন্ডার)। মো. হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম, জামাল ভূঁইয়া, জাবেদ আহমেদ (মধ্যমাঠ)। শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল (ফরোয়ার্ড)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর