সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ব্রিলিয়ান্ট পারফরম্যান্স

-বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

ব্রিলিয়ান্ট পারফরম্যান্স

বিসিবির ১৫তম সভাপতি ফারুক আহমেদ। ভীষণ ভাগ্যবান ব্যক্তি হিসেবে ধরা হয় তাকে। ২০১৫ সালে বাংলাদেশ প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে। সেবার জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন। তার হাত ধরেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের মতো মহাতারকা ক্রিকেটার। এবার নতুন সভাপতি হয়েছেন। সভাপতি হয়ে ঐতিহাসিক এক জয়ের সাক্ষী হয়েছেন ফারুক। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এমন একটি জয়কে ব্রিলিয়ান্ট পারফরম্যান্স বলেছেন ফারুক, ‘নিঃসন্দেহে এটা একটি ব্রিলিয়ান্ট জয়। দুর্দান্ত পারফরম্যান্স করেছে গোটা দল। পাকিস্তানের বিপক্ষে জয়টি ঐতিহাসিক। সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজসহ পেস বোলাররা দারুণরা পারফরম্যান্স করেছেন। এমন একটি জয় দেশকে এগিয়ে নেবে অনেক দূর।’ দেশসেরা অলরাউন্ডার সাকিবের পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘প্রয়োজনীয় সময়ে দারুণ বোলিং করেছেন। তিনি একটি মাইলস্টোন স্থাপন করেছেন।’

সর্বশেষ খবর