সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ম্যাচসেরার পুরস্কার বন্যার্তদের দিলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

রাওয়ালপিন্ডি টেস্টের আগে ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি রয়েছে ৩টি। সেঞ্চুরি ছিল ১০টি। রাওয়ালপিন্ডিতে ক্যারিয়ারের ১১ নম্বর সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ৩৪১ বলে ২২ চার ও এক ছক্কায় ১৯১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন সাবেক অধিনায়ক। এক সেশন হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। চতুর্থ ডাবল সেঞ্চুরির আক্ষেপ থাকলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। প্রাইজমানি পেয়েছেন ৩ লাখ রুপি। যা বাংলাদেশের টাকায় ১ লাখ ২৯ হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময়ে সঞ্চালক বাজিদ খানকে জানান ম্যাচসেরার পুরো টাকা দেশের বন্যার্তদের জন্য দান করতে চান, ‘বাজিদ ভাই, আমার দলের অনুরোধে এই প্রাইজমানি বন্যার্তদের দান করতে চাই। আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।’

শুধু মুশফিক নন, ৫৬ রানের ইনিংস খেলা লিটন দাসও তার পুরস্কারপ্রাপ্তির ১ লাখ রুপি বা ৪৩ হাজার টাকা বন্যার্তদের দান করেছেন। পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানুজ্জামান সহায়তা করার কথা জানিয়েছেন বিসিবি প্রাথমিকভাবে ১ কোটি টাকা বন্যার্তদের সহায়তা দিচ্ছে।

সর্বশেষ খবর