মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

এখন বাকি থাকল ভারত

ক্রীড়া প্রতিবেদক

এখন বাকি থাকল ভারত

১৯৯৯ সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের স্বপ্নের অভিষেক হয়েছিল। সেই আসরে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেবার বিশ্বকাপে ফাইনাল খেলেছিল পাকিস্তান। সে ক্ষেত্রে বুলবুলদের জয়টা ছিল গৌরবের। এরপর শুধু পাকিস্তান নয় বিশ্বকাপ জেতা সব দেশের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০০ সালে টেস্টে অভিষেক হয় বাংলাদেশের। ২০০৪ সালেই জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জেতে হাবিবুল বাশার সুমনের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ। সেই সঙ্গে ঐতিহাসিক সিরিজ জয়।

প্রায় ২৪ বছরে বাংলাদেশ ১৪২টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১০৪ হার, ১৮ ড্র ও ২০ টেস্ট জিতেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগেই টেস্ট জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো হারাল পাকিস্তানকে। ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০ উইকেটের গৌরবের জয় পেয়েছে লাল-সবুজের দল। অবশ্য টেস্ট অভিষেকের তিন বছরের মধ্যে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু স্পিনার রফিকের খেলোয়াড়সুলভ আচরণেই মুলতানে নিশ্চিত হারা ম্যাচ পাকিস্তান জিতে যায় ১ উইকেটে। ওয়ানডের ছয় বিশ্বকাপ জয়ীর মধ্যে পাঁচ দেশকেই হারায় বাংলাদেশ। এখন বাকি থাকল শুধু দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাদের বিপক্ষে ১৩ টেস্টে ১১ হার ও দুটি টেস্ট ড্র করেছে বাংলাদেশ।

সর্বশেষ খবর