বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ঢাকায় বসুন্ধরা কিংসের নতুন কোচ তিতা

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় বসুন্ধরা কিংসের নতুন কোচ তিতা

গত মৌসুম শেষের পরই ধারণা করা হচ্ছিল অস্কার ব্রুজোন কোচ হিসেবে বসুন্ধরা কিংসে থাকছেন না। শেষ পর্যন্ত তাকে সম্মানের সঙ্গে বিদায় দিয়েছে কিংস টিম ম্যানেজমেন্ট। অস্কার অধ্যায় শেষ হওয়ার পরই টানা পাঁচবারের পেশাদার লিগ চ্যাম্পিয়নরা নতুন কোচ খুঁজে পায়। রোমানিয়ান কোচ তিতা ভ্যালেরিউর সঙ্গে গত মাসে কিংসের চুক্তি সম্পন্ন হয়। জুলাই শেষের দিকে ঢাকা আসার কথা ছিল তার। ওই সময় দেশের পরিস্থিতির কারণে আসা সম্ভব হয়নি। কিংস সমর্থকরা অপেক্ষায় ছিলেন নতুন কোচ আসবেন কবে।

অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। গতকাল চ্যাম্পিয়ন কিংসের নতুন কোচ তিতা ঢাকায় এসেছেন। আসার পরই তিনি দেখা করতে যান ক্লাব সভাপতি ইমরুল হাসানের সঙ্গে। ফুল দিয়ে নতুন কোচকে বরণ করে নেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘আশা করি নতুন কোচও আমাদের সাফল্য এনে দেবেন। উঁচুমানের কোচ বলেই তাকে বাছাই করতে দেরি হয়নি।’ অবশ্য তিতা আসার আগেই কিংস তাদের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে। এখন থেকে অনুশীলনে থাকছেন তিতা। নতুন মৌসুমে কিংস দুজন নতুন বিদেশি ফুটবলারকেও অন্তর্ভুক্ত করেছে। ফরাসি স্ট্রাইকার জাহেদ ক্যাজা ও নাইজেরিয়ার ইসাইয়ো ক্যাম্পে শিগগিরই যোগ দেবেন।

সর্বশেষ খবর