শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন হাথুরাসিংহে

‘আমি বুঝতে পারছি, নেতৃত্বে নতুন কিছু মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।’

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন হাথুরাসিংহে

বিসিবির দায়িত্ব নেওয়ার পর নতুন সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট করেই জানিয়েছেন, টাইগার কোচ চন্ডিকা হাথুরাসিংহের বিষয়ে তিনি আগের অবস্থানে রয়েছেন। বিসিবি সভাপতির কখনোই মনে হয়নি শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচের কাছ থেকে দলের ভালো কিছু পাওয়ার আছে। টাইগার কোচ রাজনৈতিক পটপরিবর্তনের পর জানিয়েছিলেন, তিনিও নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন বোর্ডের সঙ্গে। রাওয়ালপিন্ডিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশের সিরিজ জয়ের টেস্ট। গতকাল বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেননি টাইগার ক্রিকেটাররা। সাজঘরে বসে কাটিয়েছেন। মিডিয়ার মুখোমুখি হয়েছেন হাথুরাসিংহে। জাতীয় দলের কোচ হিসেবে ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মিডিয়ার সঙ্গে। স্পষ্ট করেই বুঝতে পেরেছেন, বিসিবি নতুন কোচ নিয়োগ দেবে। আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত তার মেয়াদ রয়েছে। মিডিয়ার মুখোমুখি নিজের ভবিষ্যৎ নিয়ে হাথুরাসিংহে বলেন, ‘আমি বুঝতে পারছি, নেতৃত্বে নতুন কিছু মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি।’ বিসিবি চাইছে হাথুরাসিংহের জায়গায় স্থানীয় কোচ নিয়োগ দিতে। শোনা যাচ্ছে, মোহাম্মদ সালাউদ্দিনের নাম। যিনি একসময় জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।  টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে হারিয়েছে। আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। যদি জিতে যায়, তাহলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে। হাথুরার কোচিংয়ে এটা হবে বিরাট মাইলফলক। দ্বিতীয় টেস্ট নিয়ে টাইগার কোচ পুরোপুরি প্রস্তুত। দলকে মানসিক, শারীরিকভাবে প্রস্তুতও করেছেন হাথুরাসিংহে, ‘আমার কাজ হলো, দলকে ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়। আমরা একই রকম মনোযোগ রেখেছি।’ নিজের ভবিষ্যৎ অন্ধকার। তারপরও দল মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত বলেন টাইগার কোচ, ‘আমাদের দলের মনস্তাত্ত্বিক অবস্থা বেশ ভালো। অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। তবে আমাদের ক্রিকেটাররা চনমনে রয়েছেন।’

সর্বশেষ খবর