শিরোনাম
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র বাতিল

ক্রীড়া প্রতিবেদক

পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র বাতিল

ফারুক আহমেদ বিসিবির ১৫তম সভাপতি। দায়িত্ব নেওয়ার পর গতকাল প্রথম সভা করেন পরিচালকদের নিয়ে। পরিচালনা পর্ষদের প্রথম সভা চলেছে লম্বা সময় ধরে। সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার অন্যতম পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র বাতিল। যা আগের সরকারের আমলে নামকরণ করা হয়েছিল শেখ হসিনার নামে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। বিসিবি সভাপতি স্পষ্ট করেই জানিয়েছেন, এ মুহূর্তে বড় কোনো প্রজেক্টে জড়াতে আগ্রহী নয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ড চাইছে বেশি করে মাঠ তৈরি করে খেলার ব্যবস্থা করতে। কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়েও আলোচনা হয়েছে সভায়। তার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে উপনীত হতে চায়নি বোর্ড। তাকে আরও বেশি করে মাঠের কাজে লাগাতে চাইছে। গতকাল সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিডিয়ার মুখোমুখিতে জানান, কোচ চন্ডিকা হাতুরাসিংহের বিষয়ে পাকিস্তান সিরিজ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের পরিবর্তনের পর অনেক পরিচালক আত্মগোপনে রয়েছেন। তাদের অনুপস্থিতিতে উপস্থিত পরিচালকদের দিয়েই শূন্যস্থান পূরণ করা হবে, জানান বিসিবি সভাপতি। এদিকে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল। এর আগে পদত্যাগ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি। শোনা যাচ্ছে, তানভীর আহমেদ টিটুও পদত্যাগ করবেন। বিসিবি আগের কমিটির সময়ে সবচেয়ে বিতর্কিত ছিল আম্পায়ারিং। প্রিমিয়ার বিভাগ থেকে শুরু করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের আম্পায়ারিং মান ছিল যাচ্ছেতাই। কর্তার ইচ্ছায় পরিচালিত হয়েছেন আম্পায়াররা।

সর্বশেষ খবর