শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
রাওয়ালপিন্ডি টেস্ট

বৃষ্টিতে ভেসে গেছে প্রথম দিন

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টিতে ভেসে গেছে প্রথম দিন
অ্যাকুয়াওয়েদারের পূর্বাভাস বলছে, আজকের রাওয়ালপিন্ডির আকাশ থাকবে একেবারেই ভিন্ন। গতকাল যেমন দিনভর বৃষ্টি হয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই একটুও। রৌদ্রোজ্জ্বল একটি দিন দেখবে রাওয়ালপিন্ডির মানুষ। বৃষ্টি না হলে আবহাওয়া থাকবে প্রচণ্ড গরম।

প্রথম টেস্টের প্রথম দিনের স্মৃতি ফিরেছে দ্বিতীয় টেস্টে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের দেড় সেশন খেলা হয়নি বৃষ্টিতে। তার পরও টেস্টটি বাংলাদেশ জিতেছিল ১০ উইকেটে। ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্তদের সামনে এখন হাতছানি প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। গতকাল ছিল দ্বিতীয় টেস্টের প্রথম দিন। কিন্তু বৃষ্টি ভাসিয়ে দিয়েছে খেলাটি। বৃষ্টিতে মাঠ ও উইকেট এতটাই অনুপযুক্ত ছিল যে, প্রথম সেশনে দুই দল মাঠে আসেনি। হোটেলে কাটিয়েছেন ক্রিকেটাররা। আম্পায়ারদ্বয় মাঠ পরিদর্শন করে দুপুর ১২টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এদিন টসও হয়নি।

অ্যাকুয়াওয়েদার রিপোর্ট আগেই জানিয়েছিল, টেস্টের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। শুধু বৃষ্টি নয়, একই সঙ্গে বজ্রপাতও হবে। টেস্টের আগের দিন ভারী বৃষ্টিতে অনুশীলন করতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। সাজঘরে খোশগল্প করে কাটিয়েছেন। আগের রাতে ভারী বর্ষণ হয়েছে। তার ওপর সকালে ভূমিকম্পও হয়েছে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদসহ বেশ কয়েকটি শহরে। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় আলোচনার মূলে আজ দ্বিতীয় দিন। আবহাওয়া রিপোর্ট কী বলছে? অ্যাকুয়াওয়েদারের পূর্বাভাস বলছে, আজকের রাওয়ালপিন্ডির আকাশ থাকবে একেবারেই ভিন্ন। গতকাল যেমন দিনভর বৃষ্টি হয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই একটুও। রৌদ্রোজ্জ্বল একটি দিন দেখবে রাওয়ালপিন্ডির মানুষ। বৃষ্টি না হলে আবহাওয়া থাকবে প্রচণ্ড গরম। আর্দ্রতা বেশি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল খেলা হয়নি বলে আজ খেলা শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল ১০টায়। তখন রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা বেশি থাকবে বলে তাপমাত্রা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দুুপুরে তাপমাত্রা অনুভূত হবে ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস। এমন গরম তাপমাত্রায় খেলতে হবে দুই দলকে। স্বাগতিক পাকিস্তানের ক্রিকেটাররা এমন তাপমাত্রায় অভ্যস্ত হলেও টাইগাররা নন। পাকিস্তানকে এর আগে ওয়ানডে ও টি-২০ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। চলতি সিরিজের আগে দুই দল ১৩ টেস্ট খেলেছিল। তাতে পাকিস্তানের ১২ জয়ের বিপরীতে বাংলাদেশের সাফল্য ছিল সাকল্যে একটি ড্র। খুলনায় সেটা সম্ভব হয়েছিল দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে ৩১২ রানে ভর করে। তামিম ২০৬ ও ইমরুল ১৫০ রান করেছিলেন। এবারও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচে পরিষ্কার ফেবারিট ছিল পাকিস্তান। কিন্তু রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই স্বাগতিকদের বিধ্বস্ত করে। যদিও প্রথম ইনিংসে সৌদ শাকিলের ১৪১ ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ১৭১ রানে ভর করে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলামের ৯৩, লিটন দাসের ৫৬, মুমিনুল হকের ৫০, মুশফিকুর রহিমের ১৯১ ও মেহেদি হাসান মিরাজের ৭৭ রানে ভর করে ৫৬৫ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে বিধ্বস্ত স্বাগতিকরা; যা বাংলাদেশের বিপক্ষে দেশটির সর্বনিম্ন টেস্ট স্কোর। জয়ের প্রয়োজনীয় ৩০ রান তুলে নেন দুই ওপেনার জাকের আলী ও সাদমান।

৩৪১ বলে ২২ চারে ১৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মুশফিক। ৩৭ বছর বয়সি মুশফিক এখন টেস্টে দেশের সবচেয়ে বেশি সাতবারের ম্যাচসেরা ক্রিকেটার। বাংলাদেশের যেমন টেস্ট সিরিজ জয়ের হাতছানি রয়েছে, তেমন দুটি রেকর্ড হাতছানি দিচ্ছে সাবেক অধিনায়ককে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে নাম লেখাতে মুশফিকের দরকার ১৩৩ রান। তার রান এখন ১৬৪ ইনিংসে ৫ হাজার ৮৬৭। চলতি টেস্টে যদি এটা করতে পারেন, তাহলে নতুন মাইলস্টোনটি গড়বেন। আরেকটি হলো টেস্ট, ওয়ানডে, টি-২০-তিন ফরম্যাট মিলিয়ে তামিম ইকবালকে পেছনে ফেলার হাতছানি। সাবেক অধিনায়ক ও বাঁ-হাতি ওপেনার তামিমের রান ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংসে ১৫ হাজার ১৯২। মুশফিকের রান ১৫ হাজার ১৫৯। আর ৩৪ রান করলে তিন ফরম্যাট মিলিয়ে তামিমকে পেছনে ফেলবেন। এ টেস্টের একাদশে ফিরতে পারেন ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

সর্বশেষ খবর