শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ হলে দর্শক হতো

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ হলে দর্শক হতো

রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে নারী টি-২০ বিশ্বকাপ সরিয়ে নিয়েছে আইসিসি। ক্রিকেটের শাসক সংস্থাটি ১০ দলের ২০ ওভারের টুর্নামেন্টটিকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে। এ সরিয়ে নেওয়াটাকে দুঃখজনক মনে করছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট। তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের জন্য ব্যাপারটি দুঃখজনক। নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে আমার মনে হয়, এটিই হয়তো সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন একটু আলাদা হবে, তবে খুব বেশি হবে না।’ ইংলিশ অধিনায়ক মনে করেন বাংলাদেশে খেলা হলে দর্শক অনেক হতো। তিনি বলেন, ‘ভিন্ন কিছুই হতে যাচ্ছে। বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক খেলা উপভোগ করত। ২০১৪ সালে সেখানে আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি। বিশেষ করে সিলেটে। আমাদের রীতিই হয়ে গিয়েছিল আশপাশে অনেক মানুষ থাকা। আমরা এটি নিয়ে কথা বলব। তবে এটা বিশ্বকাপ, এ নিয়ে উজ্জীবিত হতে খুব বেশি কিছু দরকার নেই।’

সর্বশেষ খবর