শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দ্বিতীয় রাউন্ডেই আলকারাজের বিদায়

ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় রাউন্ডেই আলকারাজের বিদায়

ইউএস ওপেনে পুরুষ এককের তৃতীয় বাছাই স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ দ্বিতীয় রাউন্ড খেলেই বিদায় নিলেন। গতকাল তাকে তিন সেটের লড়াইয়ে নেদারল্যান্ডসের বোটিচ ফন ডি জ্যান্ডস্কালপ ৬-১, ৭-৫, ৬-৪ গেমে পরাজিত করেন। ২০২১ সাল থেকে ইউএস ওপেনে খেলছেন আলকারাজ। একবারও এত আগে বিদায় নেননি। প্রথমবার খেলেছেন কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয়বার ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছেন। গতবার খেলেছেন সেমিফাইনালে। এবার দ্বিতীয় রাউন্ড খেলেই বিদায় নিলেন তিনি। তাও এমন একজনের কাছে হারলেন যিনি তিন মাস আগেই টেনিসকে বিদায় জানানোর কথা ভাবছিলেন!

এদিকে ইউএস ওপেনে পুরুষ একক থেকে আলকারাজ বিদায় নিলেও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রুশ তারকা ড্যানিল মেদভেদেভ। তিনি তিন সেটের লড়াইয়ে ৬-৩, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন হাঙ্গেরির ফ্যাবিয়ান মারোশানকে। এ ছাড়া ব্রিটিশ তারকা জ্যাক ড্র্যাপার, অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর এবং ডেভিড গফিনও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। মেয়েদের এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই ইগা সোয়াটেক। তিনি দ্বিতীয় রাউন্ডে এনা শিবাহারাকে ৬-০, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন। তবে মেয়েদের এককে চতুর্থ বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনা নিজেকে সরিয়ে নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকেই। ওয়াকওভার পেয়েছেন ফ্রান্সের জেসিকা। মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন জাপানি মেয়ে নাওমি ওসাকাও। তিনি হেরেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুখোভারের কাছে।

তবে ক্যারোলিন ওজনিয়াকি, জেসিকা পেগুলা, আনাস্তাসিয়া তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন মেয়েদের এককে।

সর্বশেষ খবর