শিরোনাম
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হলান্ডের টানা দুই হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

হলান্ডের টানা দুই হ্যাটট্রিক

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে তিন ম্যাচ খেলেই দুই হ্যাটট্রিক করলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ড। গত ২৪ আগস্ট ইপসউইচ টাউনের বিপক্ষে মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। গত শনিবার আরও একবার হ্যাটট্রিক করলেন হলান্ড। ওয়েস্ট হ্যামের বিপক্ষে পেপ গার্ডিওলার দল ৩-১ গোলে জয় পেয়েছে। দলের পক্ষে তিনটি গোলই করেন হলান্ড। ম্যাচের ১০, ৩০ ও ৮৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। গত ১৮ আগস্ট মৌসুমের প্রথম ম্যাচে চেলসির বিপক্ষেও একটা গোল করেন এ নরওয়েজিয়ান তারকা। তিন ম্যাচে দুই হ্যাটট্রিকসহ মোট গোল করলেন ৭টি। ইংলিশ প্রিমিয়ার লিগে গোলদাতার তালিকায় তার কাছাকাছিও কেউ নেই। ৩টি করে গোল করে দুই নম্বরে আছেন ব্রেন্টফোর্ডের ব্রায়ান ও চেলসির ননি মাদুকে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। হলান্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ পেপ গার্ডিওলা। ম্যানসিটির এই স্প্যানিশ কোচ ম্যাচের পর বলেছেন, ‘প্রথম গোলে বার্নার্ডো সিলভা বলটি পেয়ে পাস দেয়, এরপর তার (হলান্ড) ফিনিশিং, পরের গোলে তার জোরালো শট আর তৃতীয় গোলটা যেভাবে জায়গা বানিয়ে ছুটেছে এটাকে বলা যায় অপ্রতিরোধ্য।

 কোনো সেন্ট্রাল ডিফেন্ডারের পক্ষে আটকানো সম্ভব নয়। এত গতিময়, এতটা শক্তিশালী, এটা স্রেফ অসম্ভব।’ ম্যানচেস্টার সিটিতে আরলিং হলান্ড যোগ দেন ২০২২ সালে। প্রথম মৌসুমে ৩৬ গোল করে সেরা গোলদাতা হন। গতবার ইনজুরিতে অনেকটা সময় মাঠের বাইরে থাকলেও ২৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এবার তো দারুণ ফর্মে আছেন। কোনো ইনজুরিও নেই। হলান্ডকে এবার রুখবে কে! টানা দুই হ্যাটট্রিকের পর হলান্ড বলছেন, ‘আমি খুব ভালো বোধ করছি। প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে নিজেকে। মৌসুম শেষে লম্বা ছুটি পেয়েছিলাম। প্রাক-মৌসুমেও লম্বা প্রস্তুতি নিতে পেরেছি। এখানে আসার পর সবকিছু খুব দ্রুত এগোচ্ছিল। এখন কিছুটা বিশ্রাম পেয়েছে আমার শরীর ও পা। এখন আমি আরও বেশি কিছুর জন্য তৈরি।’

সর্বশেষ খবর