শিরোনাম
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
ইউএস ওপেন

চতুর্থ রাউন্ডে ইগা সোয়াটেক

ক্রীড়া ডেস্ক

চতুর্থ রাউন্ডে ইগা সোয়াটেক

বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনে নারী এককের শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সোয়াটেক চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। গতকাল তৃতীয় রাউন্ডে তিনি ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে। চতুর্থ রাউন্ডে তিনি লুডমিলা সামসোনোভার মুখোমুখি হবেন।

ইউএস ওপেনে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা সোয়াটেক। সেবার ফাইনালে তিনি তিউনিসিয়ার মেয়ে ওনস জাবেয়ারকে সরাসরি সেটে পরাজিত করেছিলেন। গতবার চতুর্থ রাউন্ড খেলেই বিদায় নেন। এবার কতদূর যাবেন সোয়াটেক! মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন হাদ্দাদ মায়া এবং ক্যারোলিন ওজনিয়াকিও। ৩৪ বছর বয়সি ড্যানিশ তারকা ওজনিয়াকি তৃতীয় রাউন্ডে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন জেসিকা পোনচেতকে। চতুর্থ রাউন্ডে তিনি ব্রাজিলিয়ান তরুণী হাদ্দাদ মায়ার মুখোমুখি হবেন। হাদ্দাদ মায়া তৃতীয় রাউন্ডে আনহেলিনা কালিনস্কায়াকে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন। ইউএস ওপেনের পুরুষ এককে এবার ফেবারিটদের অনেকেই বিদায় নিয়েছেন। স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ বিদায় নিলেন তৃতীয় রাউন্ড থেকে।

তবে টিকে আছেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। তিনি তৃতীয় রাউন্ডে তিন সেটের লড়াইয়ে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন ইতালির ফ্ল্যাভিওকে। ২০২১ সালে জকোভিচকে ফাইনালে হারিয়ে ইউএস ওপেন জয় করেছিলেন মেদভেদেভ। আরও একবার এই শিরোপা জয়ের পথে ছুটছেন তিনি। পুরুষ এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর, যুক্তরাষ্ট্রের টমি পল, ইতালির জ্যানিক সিনারও। শীর্ষ বাছাই জ্যানিক সিনার তৃতীয় রাউন্ডে ও’কোনেলকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন।

সর্বশেষ খবর