সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জ্যোতি-জাহানারাদের নিয়ে বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে নারী টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ দলের সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই সুযোগ পেয়েছেন। ১৫ সদস্যের দলে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ‘এ’ দলের নেতৃত্বে থাকবেন রাবেয়া খাতুন। আসন্ন এই সফরে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। ৮ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১২ সেপ্টেম্বর থেকে টি-২০ সিরিজ। ১২ অক্টোবর বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে। এ আসর বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনীতি অস্থিরতার কারণে আমিরাতে শিফট করা হয়েছে।

বাংলাদেশ ‘এ’ দল : রাবেয়া খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজনিহার, সাবিকুন নাহার ও শামীমা সুলতানা।

সর্বশেষ খবর