শিরোনাম
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ হোসেন

ক্রীড়া প্রতিবেদক

হোবার্ট হ্যারিকেন্সে রিশাদ হোসেন

সাকিব আল হাসানের পর দ্বিতীয় রিশাদ হোসেন বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার, যিনি বিশ্বের দ্বিতীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-২০ লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন। গতকাল সিডনিতে বিগ ব্যাশের নিলামে লেগ স্পিনার কাম অলরাউন্ডার রিশাদকে দলে টেনেছে হোবার্ট হ্যারিকেন্স। তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিছুদিন আগেও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন। পন্টিংয়ের অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন রিশাদ। অবশ্য এ জন্য লেগ স্পিনারকে বিসিবির অনাপত্তি ছাড়পত্র পেতে হবে। ড্রাফটে নাম লেখানোর আগে রিশাদ আবেদনে জানিয়েছিলেন, তিনি লিগ পর্বে ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন। অনাপত্তি পাওয়ার বিষয়ে রিশাদ বলেন, ‘ওই সময় আমাদের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর থাকার কথা। এর মধ্যে যদি সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই বিগ ব্যাশে খেলতে চাইব।’ বিগ ব্যাশ শুরু হবে ১৫ ডিসেম্বর এবং ফাইনাল ২৭ জানুয়ারি। একই সময় বিপিএল হওয়ার কথা। এ ছাড়া নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ জাতীয় দল। 

সর্বশেষ খবর