শিরোনাম
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দুরন্ত ফ্লিকের বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

দুরন্ত ফ্লিকের বার্সেলোনা

হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা মৌসুমের শুরুতেই দুরন্ত ফুটবল উপহার দিচ্ছে। স্প্যানিশ লা লিগায় টানা চার ম্যাচ জয় করেছে কাতালান ক্লাবটি। শনিবার নিজেদের মাঠে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যায়াদলিদকে। হ্যাটট্রিক করেছেন রাফিনহা (২০, ৬৪ ও ৭২ মিনিটে)। এ ছাড়া একটি করে গোল করেন রবার্ট লেবানডস্কি (২৪), জুলে কুন্দে (৪৫+২), ড্যানি ওলমো (৮২) ও ফেরান তোরেস (৮৫)। দুর্দান্ত এ জয়ে লা লিগায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। লিগে প্রথম চার ম্যাচে কেবল কাতালানরাই জয় পেয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ চার ম্যাচে দুই ম্যাচ জিতেছে। দুই ম্যাচ ড্র করেছে। ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অ্যাটলেটিকো। সমান পয়েন্ট আছে তিনে থাকা ভিয়ারিয়ালেরও। রিয়াল মাদ্রিদ ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট সংগ্রহ করে আছে পাঁচ নম্বরে। গত রাতে জয় পেয়ে থাকলেও বার্সেলোনাকে আপাতত স্পর্শ করতে পারছে না লস ব্ল্যাঙ্কোসরা। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর থেকে ক্লাবের অবস্থা বেশ খারাপ। এমনকি জাভি হার্নান্দেজকে এনেও পতন ঠেকাতে পারেনি কাতালানরা। তবে হ্যান্সি ফ্লিকের কাঁধে দায়িত্ব দেওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। তরুণ লামিন ইয়ামাল, রাফিনহারা দারুণ গতিতে ছুটে চলেছেন। ২০২২-২৩ মৌসুমে লিগ শিরোপা জয় করেছে বার্সেলোনা। গত মৌসুমে শিরোপা ধরে রাখতে পারেনি তারা। রিয়াল মাদ্রিদ জয় করে লা লিগা। নতুন মৌসুমের শুরুর দিকে রিয়াল মাদ্রিদকে বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে বার্সেলোনা। এবার কি লা লিগার শিরোপা উদ্ধার করতে পারবে কাতালানরা! হ্যান্সি ফ্লিক মৌসুমের শুরুতে অন্তত এমন ইঙ্গিতই দিয়েছেন। তবে লা লিগার শিরোপা লড়াইয়ের পথ এখনো অনেকটা বাকি। এর মধ্যে কত উত্থান-পতনই তো হতে পারে!

সর্বশেষ খবর