শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাকিব বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন নাজমুল

সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন।

ক্রীড়া প্রতিবেদক

সাকিব বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন নাজমুল

৭০ বছরের মধ্যে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সেটা আবার গত দুই বছরের ব্যবধানে। ২০২২ সালে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। এবার ২-০ ব্যবধানে করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই প্রথম টেস্ট সিরিজ জিতল টাইগাররা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জেতে ১০ উইকেটে। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় পায়। জয়সূচক বাউন্ডারিটি মারেন সাকিব আল হাসান। অথচ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সিরিজ খেলেছেন হত্যা মামলার আসামি হয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গুলিতে এক গার্মেন্ট শ্রমিক নিহত হন। সেই হত্যার আসামি করা হয় সাকিবকে। অবশ্য বিষয়টি বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ক্রিকেটারই বিশ্বাস করেননি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা সবাই পাশে দাঁড়িয়েছেন সাকিবের। সবাই জানিয়েছেন, সাকিব ‘নিরাপদ ও নির্দোষ’। পরশু মধ্যরাতে ঢাকায় ফেরে বাংলাদেশ দল। দেশে ফেরার পর টাইগার অধিনায়ক নাজমুল বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। প্রধান উপদেষ্টার সঙ্গে যখন দেখা হবে, এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’ 

সাকিব গত তিন মাস ধরে দেশের বাইরে। ছাত্র-জনতার বিপ্লবের সময় দেশে ছিলেন না স্পিন অলরাউন্ডার। টি-২০ বিশ্বকাপ খেলার পর তিনি কানাডায় গ্লোবাল টি-২০ লিগ খেলেছেন। এর পর দলের সঙ্গে পাকিস্তানে যোগ দিয়ে টেস্ট সিরিজ খেলেন। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর পরশু মধ্য রাতে দুই ধাপে দেশে ফেরেন নাজমুলরা। প্রথম ধাপে রাত ১২ টায় পা রাখেন নাজমুল, হাতুরাসিংহেরা। আড়াইটায় দ্বিতীয়ধাপে ফেরেন বাকি ক্রিকেটাররা। কিন্তু দেশে ফেরেননি সাকিব। দলের সঙ্গে দুবাই আসেন। এর পর দুবাই থেকে লন্ডন যান সাকিব। ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন স্পিন অলরাউন্ডার। কাউন্টি খেললেও টিম ম্যানেজমেন্টের বিশ্বাস ১৯ সেপ্টেম্বর শুরু ভারতের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ খেলবেন। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়টিকে দেশের সেরা অর্জন বলেন টাইগার অধিনায়ক, ‘নিঃসন্দেহে এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জনগুলোর একটি। আমার কাছে এটাই সেরা মনে হচ্ছে। এটা শুধু আমার একার কথা নয়, দলের সবাই তা বিশ্বাস করে। খুবই ভালো লাগছে।’ পাকিস্তানে আগে যাওয়ায় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছেন বলেন নাজমুল, ‘এই সিরিজটি খুবই ভালো গেছে। প্রত্যেকের ইচ্ছা ছিল যেন আমরা জিততে পারি। আমরা পাকিস্তানে তিন দিন আগে গিয়েছিলাম। এটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে।’

 

 

 

সর্বশেষ খবর