শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মেসি-রোনালদোবিহীন ব্যালন ডি’অর

ক্রীড়া ডেস্ক

মেসি-রোনালদোবিহীন ব্যালন ডি’অর

ফুটবলারদের মর্যাদার পুরস্কার ব্যালন ডি’আর যেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। মেসি ৮ ও রোনালদো পাঁচবার ব্যালন ডি’আর জিতেছেন। এবারই প্রথম প্রাথমিক তালিকায় তাদের নাম নেই। বুধবার রাতে চলতি বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের সাত ফুটবলার তালিকায় ঠাঁই পেয়েছেন। এরা হলেন- ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, টনিক্রুস, ফেদে ফাল ভেদে, দানি কারবাহাল, অ্যান্তোনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পে যদি প্রথমবার পুরস্কার জেতেন, তা হবে পিএসজির হয়ে। চলতি মৌসুমেই রিয়ালে অভিষেক হয়েছে তার। অন্যদিকে গেল মৌসুমে ক্রুস রিয়াল ছেড়ে গেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ও আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন চারজন করে। সিটির রুবেন দিয়াস, দিল ফোডেন, হল্যান্ড ও রুদ্রি। আর্সেনাল থেকে বোকায়োসাকা, ডেকনালরাইস, মার্টিন ও ডেগার্ড উইলিয়াম সালিবা। একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে আছেন ভিলিসিয়ুস জুনিয়র। আর্জেন্টিনা থেকে আছেন ইন্টারমিলানের লাউতারো মার্টিনেজ এবং অ্যাস্টন ভিলার গোলরক্ষক এবি মার্টিনেজ। স্পেনের ইউরোপজয়ী দল থেকে কারবাহাল, আলেকজান্ডার প্রিমালজ, দানিওলসো, রুডি, নিকে উইলিয়ামস ও লামিনে ইয়ামাল এবং ইংল্যান্ডের হ্যারিকেনও রয়েছেন এ তালিকায়।

 

সর্বশেষ খবর