শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ফিনল্যান্ডের আর্মি ক্যাম্পে তারিক কাজী

ক্রীড়া প্রতিবেদক

ফিনল্যান্ডের আর্মি ক্যাম্পে তারিক কাজী

ভুটানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল লড়ছে। অথচ দেখা মিলছে না নির্ভরযোগ্য খেলোয়াড় তারিক কাজীর। তারিক ছাড়া জাতীয় দল ভাবাই যায় না। অথচ এবার তাকে কোচ হ্যাভিয়ের কাবরেরা স্কোয়াডেই রাখেননি। আসলে বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডারকে রাখবে কীভাবে? তিনি তো বাংলাদেশেই নেই। প্রবাসী ফুটবলার তারিকের জন্ম ও বেড়ে ওঠা ফিনল্যান্ডে তা ফুটবলপ্রেমীদের জানা। দেশটির নিয়ম অনুযায়ী তরুণদের ছয় মাসের সেনাবাহিনীর ট্রেনিং বা সার্ভিস দিতে হয়। সেটা করতেই তারিক কাজী এখন ফিনল্যান্ডে। জুলাই মাস থেকে তিনি মিলিটারি ক্যাম্পে যোগ দিয়েছেন। গত বছরই তারিকের ফিনল্যান্ডের সেনা ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে খেলার ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি পেছানোর লিখিত আবেদন করেন। এতে ফিনল্যান্ড সরকার তার আবেদনের সাড়া দেয়। ২৩ বছরের এই ডিফেন্ডার ছয় মাস ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন। এরপরই কিংসে খেলতে ঢাকা আসবেন। জামাল ভূঁইয়ার পর প্রবাসী ফুটবলার হিসেবে তারিক কাজীই বাংলাদেশে আলোড়ন তুলেছেন। জাতীয় দল ও কিংসে খেলে সবার নজর কেড়েছেন তারিক। ফিনল্যান্ডের সেনা ক্যাম্পে থাকলেও বাফুফে দেওয়া ভিডিও বার্তায় তারিক বলেছেন, ‘বাংলাদেশ দলের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা।

সর্বশেষ খবর