ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী সরকারের পতন হয়েছে। এখন দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে দেশের সর্বস্তরে সংস্কার হচ্ছে। পরিবর্তনের জোয়ার এসেছে বিসিবিতেও। বিসিবির নতুন সভাপতি সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরিচালক পদেও পরিবর্তন এসেছে। বিসিবির অনেকে পদত্যাগ করেছেন। অনেকে পদত্যাগ না করেও কার্যক্রমে অংশ নিচ্ছেন না। বিসিবির কার্যক্রম চালাচ্ছেন সভাপতিসহ ১০ পরিচালক। তিনজন আবার সাবেক অধিনায়ক ফারুক, আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটার রয়েছেন ইফতেখার রহমান মিঠু ও মাহাবুবুল আনাম। পদত্যাগ করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল, নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দুই পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববির জায়গায় পরিচালক হয়েছেন ফারুক ও নাজমুল আবেদীন ফাহিম। যারা পদত্যাগ করেছেন, কিংবা আসছেন না, তাদের জায়গায় নতুন পরিচালক দেখা যাবে। বিসিবির পরিচালক সংখ্যা সভাপতিসহ ২৫। বিসিবির পরিচালনা পর্ষদের মেয়াদ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত। শোনা যাচ্ছে গঠনতন্ত্রের নিয়ম মেনেই নতুন পরিচালক দেখা যাবে বোর্ডে। পরিচালক হওয়ার মূল শর্ত অনুচ্ছেদ ৯ অনুযায়ী ক্যাটাগরি-১, ২ ও ৩-এর কাউন্সিলরশিপ।
ক্রিকেট বোর্ডে তিন ক্যাটাগরিতে নির্বাচন হয়। ক্যাটাগরি-১-এ জেলা ও বিভাগীয় পরিচালক ১০ জন। ক্যাটাগরি-২ বা ক্লাব কোটায় পরিচালক ১২ জন। ক্যাটাগরি-৩ বা জেলা ও বিভাগের পরিচালক একজন। ক্রীড়া পরিষদ কোটায় দুজন। মোট পরিচালক ২৫ জন। একজন সভাপতি ও দুজন সহসভাপতিসহ পরিচালক ২২। অনুপস্থিত ও পদত্যাগী পরিচালকদের পরিবর্তে কারা আসবেন বোর্ডে? ক্রিকেটপাড়ায় গুঞ্জন একাধিক সাবেক অধিনায়কসহ বেশ কয়েকজন পরিচিত ক্রিকেট সংগঠকের। সংগঠকের অনেকেই ছিলেন বোর্ড পরিচালক। ক্যাটাগরি-১-এর ঢাকার পরিচালক দুর্জয় ও টিটো। তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন কারা? চট্টগ্রামের দুই পরিচালক আকরাম ও এ জে এম নাসির উদ্দিন। আকরাম এখনো পরিচালক। নাসির অনুপস্থিত। তার জায়গায় শোনা যাচ্ছে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর নাম। রাজশাহী অঞ্চল থেকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সিলেট অঞ্চল থেকে রাজিন সালেহ, বরিশালে মারা যাওয়া আলোর জায়গায় আমিনুল ইসলাম বুলবুলের নাম শোনা যাচ্ছে। এ ছাড়া আলোচনায় রয়েছেন আজিজ আল কায়সার টিটো, রিয়াজউদ্দিন আল মামুন, সৈয়দ ফরহাদ আহমেদ, খোন্দকার জামিল উদ্দিন, শওকত আজিজ রাসেল, রফিকুল ইসলাম বাবু, তানজিল জে চৌধুরী, লোকমান হোসেন ভুঁইয়া ও সানইয়াতের নাম। বিসিবির পরিচালক হওয়ার পূর্বশর্ত অবশ্যই অনুচ্ছেদ ৯ অনুযায়ী কাউন্সিলরশিপ। ক্লাব, জেলা, বিভাগ কিংবা বিভিন্ন সংস্থা থেকে কাউন্সিলর হতে হবে এবং এরপর গঠনতন্ত্রের নিয়ম মেনে পরিচালক হবে।