শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নিউজিল্যান্ডের স্পিন কোচ হেরাথ

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের স্পিন কোচ হেরাথ

সর্বকালের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার এ স্পিনার আবার বাঁ হাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারি। ৯৩ টেস্টে তার উইকেট সংখ্যা ৪৩৩টি। বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ হেরাথ। তিনি স্পিন কোচ ছিলেন। গত ওয়ানডে বিশ্বকাপের পর টাইগারদের স্পিন কোচের পদ থেকে সরে দাঁড়ান লঙ্কান স্পিনার। যদিও বিসিবি বছরে ২০০ দিনের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছিল হেরাথকে। কিন্তু চুক্তি নবায়ন না করে চলে যান দেশে। এরপর টাইগারদের স্পিন কোচ হিসেবে খ-কালীন চুক্তিতে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের কিংবদন্তির লেগ স্পিনার মুশতাক আহমেদ। আগামী ৩ টেস্টের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড চুক্তি করেছে হেরাথের সঙ্গে। চলতি বছর এশিয়ায় ৬টি টেস্ট খেলবে ব্ল্যাক ক্যাপসরা। নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট। এরপর শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট খেলবে। যদি ভারতের বিপক্ষে ৩ টেস্ট ম্যাচ সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড হেরাথকে নিয়েছে শুধুু আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং স্পেশালিস্টের দায়িত্ব পালন করবেন ভারতের বিক্রম রাঠোর। যদিও টেস্টটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ নয়। এ স্পিন বোলিং পরামর্শক (হেরাথ) ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন।

সর্বশেষ খবর