শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হাথুরাকে নিয়েই ভারত সফর

ক্রীড়া প্রতিবেদক

হাথুরাকে নিয়েই ভারত সফর

শ্রীলঙ্কান বংশোদ্ভূত কোচ চন্ডিকা হাথুরাসিংহেকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিতর্কিত হলেও কোনো সন্দেহ নেই, দেশের সবচেয়ে সফল কোচ হাথুরাসিংহে। তার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে। ১৫ সেপ্টেম্বর ২ টেস্ট ও ৩ টি-২০ ম্যাচ সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। সফরে বাংলাদেশ দলের হেড কোচ কে থাকবেন? ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন ছিল, হাথুরাসিংহেকে বাদ দিয়ে সফর করতে পারে টাইগাররা। কিন্তু টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের পর চিত্রপট পাল্টে গেছে। এখন হাথুরাসিংহেকে নিয়েই ভারত সফরের পরিকল্পনা করেছে বিসিবি। গতকাল বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘চন্ডিকা হাথুরাসিংহে আসবেন। এখানেই আসবেন। তাকে নিয়েই ভারত সফরের পরিকল্পনা করা হচ্ছে।’

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর হাথুরার ভবিষ্যৎ সুতার ওপর ঝুলে যায়। হাথুরার সঙ্গে বর্তমান সভাপতির একটি দূরত্ব ছিল। বিষয়টি পুনরায় সামনে চলে আসে। তখন থেকেই মনে হচ্ছিল, নির্ধারিত সময়ের আগে হাথুরার মেয়াদ শেষ হবে। যদিও হাথুরার মেয়াদকাল আগামী বছরের মার্চ পর্যন্ত। বিসিবি সভাপতি স্পষ্ট করে জানিয়েছিলেন, হাথুরার বিষয়ে আগের অবস্থানেই স্থির আছেন। প্রতিত্তোরে হাথুরাসিংহে পাকিস্তান সফরকালীন জানান, তিনি বিসিবির সঙ্গে আলোচনা করবেন। উল্লেখ্য, পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে যথাক্রমে ১০ উইকেটে ও ৬ উইকেটে হারায় বাংলাদেশ। অবশ্য দলের সঙ্গে দেশে ফেরেন হাথুরাসিংহে।

দুই ধাপে ১৬ সদস্যের স্কোয়াডের সবাই দেশে ফেরেন। শুধু ফেরেননি সাকিব আল হাসান। দলের সঙ্গে দুবাই এসে সেখান থেকে সারের পক্ষে কাউন্টি ক্রিকেট খেলতে উড়ে যান লন্ডন। লন্ডন থেকে ১৫ সেপ্টেম্বর ভারতের মাটিতে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। বিসিবি পরিচালক ফাহিম নিশ্চিত করেন বিষয়টি, ‘সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে। আপাতত সেটুকুই আমরা জানি এবং সেটুকুর মধ্যে থাকতে চাই।’ ভারত সিরিজকে সামনে রেখে আজ থেকে টাইগারদের অনুশীলন শুরু। ১৪ তারিখ পর্যন্ত অনুশীলন হবে। মাঝে শুধু ১০ সেপ্টেম্বর অনুশীলন নেই, ক্রিকেটারদের বিশ্রাম থাকবে সেদিন। আজ অপশনাল অনুশীলন। আগামীকাল থেকে পুরোপুরি অনুশীলন। পাকিস্তান সিরিজ খেলে এলেও ক্রিকেটারদের কেউই ইনজুরিতে নেই বলেন বিসিবি পরিচালক, ‘যতটুকু জানি, দলে ইনজুরি সমস্যা নেই। আশা করছি পুরো দলকে পাওয়া যাবে অনুশীলনে। সাকিব কাউন্টি খেলতে গেছে। বাকি সবাই অ্যাভেইলেবল থাকবে আশা করছি।’ আবহাওয়া বলছে অনুশীলনে বৃষ্টি বাধা হতে পারে। বাধাগ্রস্ত হবে অনুশীলন। দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ইবাদত হোসেন। অনেকদিন পর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ডান হাতি এই ফাস্ট বোলার। তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হতে পারে ভারতের মাটিতে।  দুই দেশ এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে পরস্পরের বিপক্ষে। মাত্র দুটি টেস্ট ড্র করেছে এবং হেরেছে বাকিগুলোতে। টাইগাররা সর্বশেষ ২০১৯ সালে ভারত সফরে দুটি টেস্ট খেলেছিল। কলকাতার টেস্টটি ছিল গোলাপি বলে। হেরেছিল ইনিংস ব্যবধানে। দুই দল টি-২০ খেলেছে ১৪টি। একটি জয়ের বিপরীতে হেরেছে ১৩টি। সিরিজে বাংলাদেশ খেলবে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। দারুণ খেলেছেন টাইগার ব্যাটাররা। এবারের সিরিজে বাংলাদেশকে আলাদা করে সমীহ করবে বলেন বিসিবি পরিচালক ফাহিম, ‘ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। আরও বেশি পরিকল্পনা অনুযায়ী খেলবে। আগে যেভাবে বাংলাদেশকে দেখত, এবার সেভাবে দেখবে না। আমার মনে হয় ভারত একটু শক্ত প্রতিপক্ষ। পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবে ভারতের বিপক্ষে খেলা সহজ হবে না। আরও ধারাবাহিক হতে হবে। ধৈর্যের পরিচয় দিতে হবে। আত্মবিশ্বাস খুবই জরুরি। আমাদের সামর্থ্য আছে ভালো করার। বোলিং বিভাগকে কাজে লাগাতে পারলে ভালো সুযোগ থাকবে। অবশ্য টি-২০ নিয়ে বলাটা মুশকিল।’

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর