শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আফ্রো টি-১০ লিগে রিশাদ

ক্রীড়া প্রতিবেদক

আফ্রো টি-১০ লিগে রিশাদ

রিশাদ হোসেন

টি-২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন সুযোগ পান কানাডার গ্লোবাল টি-২০ লিগে। কিন্তু ভিসা জটিলতায় খেলা হয়নি। সুযোগ পেয়েছেন বিগব্যাশে। খেলবেন তাসমানিয়ার হোবার্ট হ্যারিকেন্সের পক্ষে। এবার নাম লিখেছেন জিম্বাবুয়ের আফ্রো টি-১০ লিগে। ৬ দলের টুর্নামেন্টে রিশাদকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ হবে। শুক্রবার অংশগ্রহণকারী ৬ দল নিজেদের সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। ২২ বছর বয়সী অলরাউন্ডার রিশাদ টুর্নামেন্টে সতীর্থ হিসেবে পাবেন শ্রীলঙ্কার দাসুন শানাকা, নিউজিল্যান্ডের জিমি নিশাম, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসকে। এ ছাড়াও টুর্নামেন্টে খেলবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মার্কিন যুক্তরাষ্ট্রের কলিন মুনরো, ইংল্যান্ডের ডেভিড মালানরা। হারারেতে আফ্রো টি-১০ শুরু ২১ সেপ্টেম্বর এবং ফাইনাল ২৯ সেপ্টেম্বর। খেলার জন্য বিসিবির অনাপত্তি ছাড়পত্র পেতে হবে রিশাদকে। বিগব্যাশ চলাকালীন অনাপত্তি পাবেন কি না সন্দেহ রয়েছে। তখন ভারত সফরে ব্যস্ত থাকবে বাংলাদেশ। অবশ্য আফ্রো টি-১০ চলাকালীন বাংলাদেশের কোনো শিডিউল নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর