শিরোনাম
রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

অবশেষে স্বস্তির জয় ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক

অবশেষে স্বস্তির জয় ব্রাজিলের

বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ জয়শূন্য। তবে ব্রাজিলিয়ান সমর্থকদের সুখবর হচ্ছে অবশেষে তারা ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে জয় পেয়েছে। গতকাল ঘরের মাঠে তারা ১-০ গোলে পরাজিত করেছে ইকুয়েডরকে। বল দখল, গোলের সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও ব্রাজিলের খেলা দেখে সমর্থকরা খুশি হতে পারেনি।

৩০ মিনিটে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জালে বল পাঠান রুদ্রিগো। গোল পাওয়ায় মনে হচ্ছিল ব্রাজিল ব্যবধান আরও বাড়াবে। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল হতে হতেও হয়নি। ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিউস জুনিয়রের চিপ অল্পের জন্য নাগাল পাননি রুদ্রিগো। বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। যোগ করা সময়ের চার মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল ইকুয়েডর। ব্রাজিলের তিন খেলোয়াড়ের সামনে থেকে বল নিয়ে পোস্টের দিকে ছুটে গেলেও কেইস দো গোল করতে পারেননি গোলরক্ষক আলিসানের দৃঢ়তায়। দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। সাত ম্যাচে তিন জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা

 

সর্বশেষ খবর