মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভারতের প্রথম টেস্টে স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ভারতের প্রথম টেস্টে স্কোয়াড ঘোষণা

গুঞ্জন ছিল, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে শতভাগ ফিট রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও শুভমান গিলকে খেলাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সে জন্য ১৯ সেপ্টেম্বর শুরু চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে এদের বিশ্রাম দেবে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে নাজমুল বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের পর পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পেয়েছেন বাঁ হাতি পেসার ইয়াশ দয়াল। ফিরেছেন ঋশাভ পান্থ। গাড়ি অ্যাকসিডেন্টে মারা যাওয়ার মুখে পড়েছিলেন পান্থ। ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরেন এবং টি-২০ বিশ্বকাপ ট্রফি জয়ের অন্যতম রূপকার পান্থ এবার ফিরেছেন টেস্ট স্কোয়াডে। ১৬ সদস্যের দলে একেবারেই নতুন মুখ ইয়াশ দয়াল। পান্থের সঙ্গে দলে ভিড়েছেন লোকেশ রাহুল। দিলীপ ট্রফিতে রাহুল ৩৭ ও ৫৭ রানের ইনিংস খেলেন। ফেরা হয়নি ফাস্ট বোলার মোহাম্মদ শামীর। জায়গা ধরে রেখেছেন ধ্রুব জুরেল, সরফরাজ খান ও আকাশ দ্বীপ। দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি চেন্নাইয়ে শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু কানপুরে ৩০ সেপ্টেম্বর।      

ভারত প্রথম টেস্ট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋশাভ পান্থ, জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিভ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রীত বুমরাহ ও ইয়াশ দয়াল।

সর্বশেষ খবর