মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

১০ বছর পর ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

১০ বছর পর ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

জয়ের সুবাস নিয়েই ওভাল টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। এতে ১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিততে ১২৫ রান প্রয়োজন ছিল লঙ্কানদের। ৯ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে সফরকারীরা। ১০ বছরের অবসান ঘুচল শ্রীলঙ্কার।  দুই ঘণ্টার মধ্যেই জয় নিশ্চিত। ২১৯ রানের লক্ষ্যে ছুঁতে শ্রীলঙ্কা জিতেছে ৮ উইকেটে। প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। তৃতীয় টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা।

২৬ বছর পর ওভালে শ্রীলঙ্কার আরেকটি টেস্ট জয়ে অবিসংবাদিত নায়ক পাথুম নিশাঙ্কা। ইংল্যান্ডের অফ স্পিনার শোয়েব বশিরকে পয়েন্ট দিয়ে চার মেরে জয় নিশ্চিত করেন। ১২৭ রান করেন পাথুল। এটিই তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। ২৬ বছর বয়সি ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ রান ছিল ১০৩। প্রথম ইনিংসে ৫১ বলে ৬৪ রান করেছিলেন নিশাঙ্কা।

সর্বশেষ খবর