বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বোলিংয়ে উজ্জ্বল ব্যাটিংয়ে ব্যর্থ

ক্রীড়া প্রতিবেদক

বোলিংয়ে উজ্জ্বল ব্যাটিংয়ে ব্যর্থ

সারের পক্ষে বোলিংয়ে সাকিব আল হাসান

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফেরেন নাজমুল হোসেন শান্তরা। সাকিব আল হাসান দলের সঙ্গে পাকিস্তান থেকে দুবাই পর্যন্ত আসেন। এর পর সেখান থেকে লন্ডন উড়ে যান। বাকি ক্রিকেটাররা দেশে ফেরেন। সাকিব লন্ডন যান কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে খেলতে। সমারসেটের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য শুধু সাকিবকে দলভুক্ত করে কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের শিরোপা জিততে মরিয়া সারে। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলভুক্ত করে লাভবান হয়েছে ১২ ম্যাচে ১৯৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা দলটি। সাকিব ব্যাট হাতে ব্যর্থ। তবে বল হাতে দারুণ উজ্জ্বল। প্রথম ইনিংসে সমারসেটকে ৩১৭ রানে অলআউট করতে ৪ উইকেট নেন। তার স্পেল ৩৩.৫-৯৭-৪। দ্বিতীয় ইনিংসে সাকিবের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সমারসেট। একপর্যায়ে ১২২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে দলটি। সেখান থেকে দলকে টেনে নেন ক্রেইগ ওভারটন নবম উইকেট জুটিতে জ্যাক লিচকে নিয়ে ৩১ রান যোগ করেন। ১৫৩ রানে নবম উইকেটের পতনের পর ওভারটন ও টম ব্যানটন লড়াই করছেন। দুজনে অবিচ্ছিন্ন থেকে ১৯৪ রান পর্যন্ত টেনে নিয়ে যান। ওভারটন ব্যাট করছেন ৪০ রানে। ব্যানটন ব্যাট করছেন ২৮ রানে। সাকিব নেন ৪ উইকেট। তার স্পেল ২৫-১-৮৩-৪। প্রথম ইনিংসে তিনি ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। সারে প্রথম ইনিংসে করেছিল ৩২১ রান। সাকিব ২৪ বলে এক চারে ১২ রান করেছিলেন। আজ ১৯০ রানে এগিয়ে ব্যাটিংয়ে নামবে সমারসেট। প্রথম শ্রেণির ক্রিকেটে সাকিবের উইকেট ৩৫০টি।  

সর্বশেষ খবর