শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সিরিজে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সিরিজে এগিয়ে বাংলাদেশ

সোবহানা মুস্তারির ব্যাটিং অ্যাকশন

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে ‘এ’ দলের ব্যানারে বাংলাদেশ জাতীয় দল এখন শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রে শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন নারী ক্রিকেটাররা। যদিও বৃষ্টিতে সব ম্যাচ হতে পারেনি। গতকাল শুরু হয়েছে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ। প্রথমটিতে অনায়াসেই জিতেছেন নারী ক্রিকেটাররা। কলম্বোর পি সারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭ বল হাতে রেখে ৭ উইকেটে সহজ জয়ে এগিয়ে গেছেন সিরিজে। ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। নিগার সুলতানাদের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। গতকাল প্রথম টি-২০ ম্যাচে প্রথম ব্যাটিং করে স্বাগতিক ‘এ’ দল। লেগ স্পিনার ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, জাহানারা আলমদের আঁটোসাঁটো বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করেন স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেনে কৌশিনি নুথিয়াঙ্গা। ৩৫ বলের ইনিংসটিতে ১ ছক্কা ও ৪টি চার মারেন। ফাহিমা ৩ উইকেট নেন ১২ রানের খরচে। টার্গেটে মামুলি ১১৩ রান। দুই ওপেনার শামীমা সুলতানা ও সোবহানা মুস্তারি ৯ ওভারে ৫৬ রানের ভিত দেন। শামীমা ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। সোবহানা ২৮ রান করেন ৩১ বলে।

 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা নারী দল : ১১২/৭, ২০ ওভার (নুথিয়াঙ্গা ৪৩, পুর্না ২৭, দুলানি ১, সান্দিপানি ৫, ওয়াথসালা ০, সান্দামিনি ১৪*, মালশা ৫, মাদারা ৮, কাভিন্দি ২*। জাহানারা আলম ৪-০-২২-১, সাবিকুন ৪-০-২৩-০, সুলতানা ৩-০-৯-১, রাবেয়া ৪-০-৩২-১, রিতু মণি ২-০-১০-১, ফাহিমা খাতুন ৩-০-১২-৩)

বাংলাদেশ নারী দল : ১১৩/৩, ১৮.৫ ওভার (সাথি ২০, শামিমা ৪৮, সোবহানা মুস্তারি ২৮, মুর্শিদা খাতুন ১১*, তাজ ১*; কাভিন্দি ২-০-১৭-০, মাদুশানি ৩-০-১৬-০, সান্দিপানি ৩.৫-০-২৪-০, শেহানি ৪-০-২২-২, থারুকা ৪-০-১৬-১, মাদারা ২-০-১৮-০)

ফল : বাংলাদেশ নারী ‘এ’ দল ৭ উইকেটে জয়ী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর