শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাকিবের ব্যাটিং নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের ব্যাটিং নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট

এক যুগ পর কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান। সারের পক্ষে একটি মাত্র ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। কিন্তু বল হাতে আলো কেড়েছেন। প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্টকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন। অবশ্য টিম ম্যানেজমেন্ট চিন্তিত সাকিবের ব্যাটিংয়ে ছন্দ হারানোয়। সারের পক্ষে প্রথম ইনিংসে ১২ রান করার পর দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন শূন্য রানে। দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ব্যাটিং ছন্দ হারানো নিয়ে নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হান্নান সরকার বলেন, ‘সাকিব ব্যাটিং ছন্দে নেই। এটা অবশ্যই চিন্তার বিষয়। তবে সাকিব এমন একজন ক্রিকেটার, তার একটি মাত্র ইনিংস দরকার। একটি বড় ইনিংস হলেই দেখবেন, সে নিজেকে ফিরে পেয়েছে।’ দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশ আগামীকাল ভারত সফরে যাচ্ছে। ১৯-২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ভারতের মাটিতে দ্বিতীয় টেস্ট খেলবে। সফরে টাইগারদের ব্যাটিং ও বোলিংয়ে অন্যতম ভরসা সাকিব। যদিও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে খুব ভালো ব্যাটিং করেননি সাকিব। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে জয় প্রথম টেস্টে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৬ উইকেটে জয়ী দ্বিতীয় টেস্টে ২ ও ১৫ রান করেছিলেন। অবশ্য উইকেট নিয়েছিলেন ৫টি। চলতি বছর ৩ টেস্টে সাকিবের ব্যাট থেকে রান বেরিয়েছে ৭৯ এবং উইকেট নিয়েছেন ১৮টি। ক্যারিয়ারে তিনি ৬৯ টেস্টে ১২৬ ইনিংসে রান করেছেন ৪৫৪৩ এবং উইকেট নিয়েছেন ২১৭টি।

সর্বশেষ খবর