শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

১০৪ রানের বড় জয় নারী ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক

১০৪ রানের বড় জয় নারী ক্রিকেটারদের

রাবেয়া খান

প্রথম ম্যাচ জিতেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় টি-২০ ম্যাচেও বাংলাদেশ নারী ‘এ’ দল জিতল। এবার হারাল ১০৪ রানের আকাশসমান ব্যবধানে। ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নারী দল। গতকাল কলম্বোর পি সারা স্টেডিয়ামে বাংলাদেশের নারী ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিং- উভয় বিভাগে পাত্তা দেয়নি স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলকে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বসবে ১০ জাতির নারী টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। নিগার সুলতানাদের প্রথম ম্যাচ ৩ অক্টোবর, প্রতিপক্ষ স্কটল্যান্ড। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতেই নারী ক্রিকেট দল ‘এ’ দলের ব্যানারে শ্রীলঙ্কা সফর করছে। গতকাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে। দলের পক্ষে ৫০ রানের ইনিংস খেলেন সাথী রানি বর্মণ। ৪০ বলে ৫০ রানের ইনিংসের পর অবসর নেন সাথী। ব্যাটিংয়ে তাকে সহায়তা করেন সোবহানা মুস্তারি ও নিগার সুলতানা। সোবহানা ৩৯ ও নিগার ৩৪ রান করেন। বোলিংয়ে দারুণ বোলিং করেন অফ স্পিনার রাবেয়া খান ও লেগ স্পিনার ফাহিমা খাতুন। রাবেয়া স্পেল ছিল চোখধাঁধানো ২.৩-০-৪-৪। ফাহিমা আগের ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। গতকাল নেন ২ উইকেট। তার স্পেল ২-০-৩-২। ১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে ১৬.৪ ওভারে ৬০ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

সর্বশেষ খবর