শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

খেলা মাঠে না গড়িয়েও ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

খেলা মাঠে না গড়িয়েও ইতিহাস

গ্রেটার নয়ডায় টেস্টে খেলার কথা ছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। বলা হচ্ছিল এটা ঐতিহাসিক টেস্ট। কিন্তু বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়ানোয় খেলা পুরোপুরি ভেসে গেছে। পাঁচ দিনেও টস হয়নি। হওয়ার কোনো সুযোগ হয়নি। ১৪৭ বছর ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র আটবার। ভারতের মাটিতে এই প্রথম এমনটি হলো। কোনো রকম টস ছাড়াই টেস্ট ক্রিকেট ভেসে গেছে বৃষ্টিতে। এমন কিছুর শঙ্কা নিয়েই অবশ্য টেস্টটি শুরু হয়েছিল। আবহাওয়ার আগাম পূর্বাভাস ছিল, টেস্টের পাঁচ দিনই প্রবল বর্ষণ হবে। এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্টটির ভেন্যু সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কারণ মাঠটির আউটফিল্ডের পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই। গ্রেটার নয়ডার পরিবর্তে বেঙ্গালুরু ও কানপুরকে ভেন্যু করার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কিন্তু কাবুল থেকে দিল্লি সরাসরি ফ্লাইট ও অন্যান্য লজিস্টিকাল সুবিধার কারণে আফগান ক্রিকেট বোর্ড বেছে নেয় গ্রেটার নয়ডাকে। শহরটি দিল্লি থেকে খুবই কাছে। আফগান বোর্ড কর্মকর্তারা এ জন্য অকাল বৃষ্টিকে দুষছেন। ১৮৭৭ সালে টেস্ট শুরুর পর সর্বশেষ টস না হওয়ার ঘটনা ঘটেছিল পাকিস্তানের ফয়সালাবাদে। উপমহাদেশের এমন ঘটনার নজির ওই একটিই।

১৯৯৮ সালের ডিসেম্বরে ফায়সালাবাদে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্টে টস হতে পারেনি শীতের কুয়াশায়। একই বছর, একই মাসে নিউজিল্যান্ডের ডানেডিনে ভারত-নিউজিল্যান্ড টেস্টের পাঁচ দিনই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। সেবারও টস হয়নি।

 

সর্বশেষ খবর