শিরোনাম
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভারতের পরিকল্পনায় টাইগার পেস অ্যাটাক

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের আত্মবিশ্বাসে টইটুম্বুর নাজমুল বাহিনী গতকাল চেন্নাইয়ে পা রেখেছে। কড়া নিরাপত্তায় ভারতের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি চেন্নাই এবং দ্বিতীয়টি কানপুরে। পাকিস্তানকে হারানোর পর এখন ভারতকে ভারতের মাটিতে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক স্পষ্ট করেই জানিয়েছেন, পাকিস্তানকে হারালেও ভারত শক্তিশালী দল। সিরিজ জিতবে ভারত। দুই সাবেক ক্রিকেটার নিজেদের এগিয়ে রাখলেও বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে বাড়তি পরিকল্পনা আঁকছে গৌতম গম্ভীরের দল। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে ছাড়িয়ে ভারতীয় ক্রিকেট দল আলাদা করে ভাবছে ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার নাহিদ রানাকে নিয়ে। দীর্ঘদেহী পেসার পাকিস্তানের মাটিতে ১৫২.৬ কিলোমিটার গতি বোলিং করে ঝড় তুলেছেন। দীর্ঘদেহী বলে গতি ও বাউন্স বেশি। তাকে আলাদা করে সামলাতে ভারতীয় শিবির পাঞ্জাবের দীর্ঘদেহী ও গতিশীল পেসার গুরনুর ব্রারকে অনুশীলনে ডেকেছে। চার দিনের অনুশীলনে গুরনুরকে বারবার বাউন্স, শর্ট বল করতে দেখা গেছে। তাকে নিয়ে ভারতীয় বোলিং কোচ মরনে মরকেল আলাদা করে কাজ করছেন এবং নানাভাবে বলছেন বোলিং কীভাবে করতে হবে। চেন্নাইয়ের উইকেটে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন।  কিন্তু এবার উইকেটের আচরণ বদলানোর পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে জশপ্রীত বুমরাহ, মুহাম্মদ সিরাজরা গতি ও বাউন্সের ঝড় তুলতে পারেন। চেন্নাইয়ে প্রথম টেস্ট ১৯-৩ সেপ্টেম্বর এবং কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর। 

সর্বশেষ খবর