শিরোনাম
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মৌসুমের শুরুতেই কিংসে খেলবেন তিন ব্রাজিলিয়ান

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমের শুরুতেই কিংসে খেলবেন তিন ব্রাজিলিয়ান

ফুটবল মৌসুমের প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপেই বসুন্ধরা কিংসে বিদেশি ফুটবলারদের দেখা মিলবে। নতুন দুই খেলোয়াড় ফ্রান্সের জারেদ খাসা ও ইসাইয়া এজেহ ঢাকায় অবস্থান করছেন। প্রশিক্ষণেও নেমে পড়েছেন তারা। আসছেন দলের পুরনো বিদেশিরাও। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানান, আগামী সপ্তাহে তিন ব্রাজিলিয়ান রবসন রবিনহো, মিগেল ফিগেইরা ও জনাথন ফার্নান্দেজ ঢাকায় আসছেন। বাংলাদেশের ঘরোয়া আসরে জনাথনের অভিষেক হয় কিংস থেকেই। দুই মৌসুম খেলে ইনজুরিতে পড়লে তিনি দেশে ফিরে যান। ঢাকায় ফিরে এলেও জনাথন দুই মৌসুম ঢাকা আবাহনীতে খেলেন। কিংস টিম ম্যানেজমেন্ট তার পারফরম্যান্স দেখে আবারও দলে টেনেছে। বসুন্ধরা কিংস গত মাস থেকেই অনুশীলন শুরু করেছে। কেননা তারা ঘরোয়া আসর ছাড়াও অক্টোবরে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে। গ্রুপিং ও ফিকশ্চার তৈরি হয়েছে। ঘরোয়া ফুটবলে সফল হলেও এএফসি কাপে কিংস সুবিধা করতে পারছে না। চারবারই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবার চ্যালেঞ্জ লিগে পরবর্তী রাউন্ডে যেতে চায়। নতুন কোচ রোমানিয়ার তিতা ভ্যালেরিউও শিষ্যদের নিয়ে প্রস্তুতিতেও নেমে পড়েছেন।

সর্বশেষ খবর