শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কায় হারল শামিমারা

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৯ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের ১২৪ রান তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয় সফরকারীরা। নামে ‘এ’ দল হলেও জাতীয় দলের সব ক্রিকেটার নিয়েই গেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলটি। তবে ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না মেয়েরা। প্রথম তিনটি টি-২০ ম্যাচ জিতলেও চতুর্থ ম্যাচে হেরে গেল। গতকাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রতিপক্ষকে শুরু থেকে চাপে রাখে বাংলাদেশ। বিপর্যয়ে পড়া দলকে পথ দেখান অধিনায়ক সাথিয়া সান্দিপানি। পঞ্চম উইকেটে পিউমি ওয়াথসালাকে নিয়ে ৪২ বলে ৪৭ রানের জুটি গড়েন তিনি। এক ছক্কা ও ৩ চারে ৩৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন সান্দিপানি। রান তাড়ায় প্রথম ওভারেই দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। সোবাহানা মোস্তারি, মুর্শিদা খাতুন দুজনেই ফেরেন ২ রান করে। ২১ রানে ৩ উইকেট হারানো দলের এক প্রান্ত ধরে রাখা অভিজ্ঞ শামিমা সুলতানা ১ ছক্কা ও ২ চারে ৪১ বলে ৩৮ রান করে বিদায় নেন। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। 

সর্বশেষ খবর