শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মহিউদ্দিন বুলবুলকে কারণ দর্শানো নোটিস

ক্রীড়া প্রতিবেদক

মহিউদ্দিন বুলবুলকে কারণ দর্শানো নোটিস

ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ উদ্যোগ প্রশংসিত হচ্ছে। অনেকের প্রত্যাশা, নিরপেক্ষভাবে কাজ করে এ কমিটি ফেডারেশনগুলো গঠনে গ্রহণযোগ্য পরামর্শ দিতে পারবে। কিন্তু বেশি দিন যেতে না যেতেই কমিটি ঘিরে প্রশ্নবিদ্ধ করে তুললেন অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন বুলবুল। তিনি আবার জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন পরিষদের নেতা। সার্চ কমিটির সদস্য হয়েও তিনি আসন্ন বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী তরফদার রুহুল আমিনের নির্বাচনি প্রচারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার এমন কর্মকান্ডে অসন্তোষ প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কারণ দর্শানো নোটিসও পাঠানো হয়েছে তাকে। কেন বুলবুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তা ৭২ ঘণ্টার মধ্যে জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ন কবির স্বাক্ষরিত এক পত্রে তা নিশ্চিত করা হয়েছে। শোকজে বলা হয়েছে, ‘আপনি কাজী মহিউদ্দিন বুলবুল সার্চ কমিটির একজন সম্মানিত সদস্য হওয়া সত্ত্বেও বাফুফের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর ঘটনাস্থলে আপনি উপস্থিত ছিলেন, বিভিন্ন গণমাধ্যম সূত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তা অবহিত হয়েছে।

সর্বশেষ খবর