শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ধারাভাষ্যে সাকিব প্রসঙ্গে তামিম

ক্রীড়া প্রতিবেদক

ধারাভাষ্যে সাকিব প্রসঙ্গে তামিম

আন্তর্জাতিক ম্যাচে অতিথি ধারাভাষ্যকার হিসেবে তামিম ইকবালকে দেখা গিয়েছিল। তখনই বলাবলি হচ্ছিল, পুরোদমে কবে তিনি ধারাভাষ্য দেবেন। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচেই কমেন্টার হিসেবে আতাহার আলী খান, হার্শা ভোগলেদের সঙ্গে তামিম ইকবালের দেখা মিলল। গতকাল চেন্নাইতে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। ক্রিকেটকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় না জানিয়ে তামিম ধারাভাষ্য দিলেন। অনেকের কৌতূহল ছিল কমেন্টি করতে গিয়ে সাকিব আল হাসান সম্পর্কে তিনি কী বলবেন?

সাকিব প্রসঙ্গে ঠিকই কথা বলেছেন তামিম। তবে তা হার্শা ভোগলের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে। তিনি বলেন, ‘সাকিব অসাধারণ বোলিং করছেন। পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও ভালোই বোলিং করেছেন। তবে সম্প্রতি ব্যাটিংয়ে তিনি স্ট্রাগল করছেন।’

মেহেদী হাসান মিরাজের প্রসঙ্গেও ভোগলে প্রশ্ন করেন তামিমকে। জবাবে সাবেক এ অধিনায়ক বলেন, ‘মিরাজ এখন নিয়মিত রান পাচ্ছে, বোলিংয়েও দারুণ করছে। পেস বলে স্বছন্দ, স্পিনেও বেশ ভালো খেলে। তাই সাকিবের ব্যাটিং অর্ডার পরিবর্তন করে মিরাজকে খেলিয়ে পরীক্ষা করা যেতেই পারে। ক্রিকেটে ব্যাটিং অর্ডার পরিবর্তন হতেই পারে।’

সর্বশেষ খবর