শিরোনাম
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

যেখানে হাসানই প্রথম

ক্রীড়া প্রতিবেদক

যেখানে হাসানই প্রথম

চেন্নাই টেস্টে কী হবে বলা মুশকিল। তবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণই বলা যায়। ১৪৯ রানে অলআউট হওয়ায় আপাতত চালকের আসনে ভারতই। যাক টেস্টের ফল যাই হোক, বাংলাদেশের বোলার হাসান মাহমুদ এক কীর্তি গড়েছেন। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সবার নজর কাড়েন হাসান। এর মধ্যে চারটি উইকেটই গুরুত্বপূর্ণ। রোহিত, গিল, কোহলি ও ঋষভ পন্থকে আউট করেন। গতকাল অপেক্ষা ছিল কখন তিনি পঞ্চম উইকেটটি পাবেন। শেষ পর্যন্ত মিলল সেই উইকেট। যশপ্রীত বুমরাহকে তৃতীয় স্লিপে জাকির হাসানের ক্যাচ দিয়ে নিলেন ইনিংসের পঞ্চম উইকেট। চেন্নাইয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসে অর্জন শুধু হাসানের নয়, অর্জনটা বাংলাদেশেরও। এই প্রথম বাংলাদেশের কোনো বোলার ভারতের মাটিতে এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন। পেসার তো বটেই, ভারতে এর আগে খেলা তিন টেস্টে বাংলাদেশের কোনো স্পিনার ও ইনিংসে পাঁচ উইকেট নিতে পারেননি। ২৪ বছর বয়সি হাসানের ব্যক্তিগত কীর্তিটা অবশ্য বাংলা-ভারত লড়াইয়ে সীমাবদ্ধ নয়। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় পেসার হাসান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর