রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সবাইকে ছাড়িয়ে গেলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

সবাইকে ছাড়িয়ে গেলেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের ব্যাট হেসেছিল। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছিলেন। চেন্নাইতে তার ব্যাট কথা বলছে না। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন ৮ রান। গতকাল দ্বিতীয় ইনিংসেও বেশিদূর যেতে পারেননি। ১৩ রানে আউট হয়ে যান। তবে টেস্ট ওয়ানডে ও টি-২০ মিলিয়ে দেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিকই। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ৮ রান করে স্পর্শ করেছিলেন তামিম ইকবালের ১৫ হাজার ১৯২ রানের মাইলফলক। আর মাত্র ১ রান করলেই মুশফিক হয়ে যাবেন বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। চেন্নাইয়ে হতাশার দিনে নিজের ব্যক্তিগত রেকর্ড গড়ে ফেললেন মুশফিক। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ডটাও তার। রবিচন্দন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিক। এখন পর্যন্ত দেশের হয়ে ৯১ টেস্টে করেছেন ৫ হাজার ৯১৩ রান। ওয়ানডেতে খেলেছেন ২৭১টি ম্যাচ। রান করেছেন ৭ হাজার ৭৯২। অন্যদিকে টি-২০ থেকে অবসরের আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান। সব মিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২৩৫। দুইয়ে থাকা তামিমের রান ১৫ হাজার ১৯২।

সর্বশেষ খবর