শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাকিবকে নিয়ে প্রশ্ন

আলোচনায় উঠে এসেছে বাঁ হাতি স্পিন অলরাউন্ডার সাকিবকে বাদ দেওয়ার প্রসঙ্গটি

ক্রীড়া প্রতিবেদক

সাকিবকে নিয়ে প্রশ্ন

সাকিব আল হাসানের এত বিবর্ণ পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীরা মনে করতে পারছেন না। ব্যাট কথা বলছে না। উইকেট নেই। হাফ সেঞ্চুরির ইনিংসের দেখা নেই গত ১৫ মাস। চলতি বছর ৪টি টেস্ট খেলেছেন সাকিব। ৮ ইনিংসে রান করেছেন ১৪৬ এবং উইকেট নিয়েছেন ৯টি। সাকিবের নামের পাশে এমন পারফরম্যান্স বড্ড বেমানান। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে রেকর্ড ২৮০ রানে হারের পর প্রশ্ন উঠেছে সাকিবকে নিয়ে। আলোচনায় উঠে এসেছে বাঁ হাতি স্পিন অলরাউন্ডার সাকিবকে বাদ দেওয়ার প্রসঙ্গটি। সোয়া তিন দিনে খেলা শেষ। পোস্ট ম্যাচে সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না। দলের প্রতি তার ইন্টেনশনটা কী রকম। এ জিনিসগুলো আমি খেয়াল রাখি। ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’ সাবেক অধিনায়কের পারফরম্যান্স যাচ্ছেতাই। সর্বশেষ তিন ইনিংসে কোনো উইকেট পাননি বাঁ হাতি স্পিনার। তার বোলিং স্পেলগুলো যথাক্রমে ১৩-০-৭৯-০, ৮-০-৫০-০ ও ৭-২-১৪-০। চলতি বছর ৪ টেস্টে উইকেট নিয়েছেন ৯টি এবং রান করেছেন ১৪৬। সাকিব সর্বশেষ হাফ সেঞ্চুরির (৮৭) ইনিংস খেলেছিলেন ১৫ মাস আগে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। চেন্নাই টেস্ট শুরুর আগে সাকিবের চোখে সমস্যা আছে, আঙুলে ব্যথা আছে, এমন আলোচনাই ঘুরপাক খেয়েছে। চেন্নাইয়ে বোলিংয়ে উইকেট পাননি সাকিব। ব্যাট হাতে দুই ইনিংসে রান করেছেন যথাক্রমে ৩২ ও ২৫। সাকিবের ইনজুরি নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘ব্যাট করার সময় গ্লাভসে একটা বল লাগে। যে কারণে ট্যাপটা প্যাঁচানো। আমি আসলে কখনো কোনো প্লেয়ারের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ খেলাটা একটা টিম গেম। পুরা দলের অবদানে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সবাই দল হিসেবে যদি আমরা অবদান রাখতে পারতাম হয়ত আরও ভালো কিছু হতে পারত। ফলে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই।’

সর্বশেষ খবর