শিরোনাম
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বাফুফের সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল

ক্রীড়া প্রতিবেদক

বাফুফের সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এবারও নির্বাচন করার কথা ছিল তার। গত ১৪ সেপ্টেম্বর হঠাৎ করে সালাউদ্দিন ঘোষণা দেন, তিনি আর বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না। ওই ঘোষণার পরপর বাফুফের নতুন সভাপতি পদে আগ্রহী প্রার্থীদের নাম শোনা যেতে থাকে চারদিকে। আজ আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করবেন সাবেক ফুটবলার ও ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচন করা তাবিথ আউয়াল। স্থানীয় একটি হোটেলে মিডিয়ার উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করবেন। বাফুফের সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে তাবিথ বলেন, ‘নির্বাচন নিয়ে কালই (আজ) আমি আনুষ্ঠানিক ঘোষণা দেব। আমি আছি।’ তাবিথ আউয়াল এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১২ এবং ২০১৬ সালে দুবার সহসভাপতি ছিলেন। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও মহিউদ্দিন আহমেদ মহির কাছে এক ভোটে হেরে যান। আগ্রহীদের মধ্যে সবার আগে প্রার্থিতা ঘোষণা করেন সাইফ স্পোর্টিং ক্লাবের সাবেক চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

সর্বশেষ খবর