শিরোনাম
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শেষ মুহূর্তে আবারও জয়বঞ্চিত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৭ গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরে যায় ৯১ মিনিটে গোল খেয়ে। রবিবার মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারেনি শেষের দিকে গোল খেয়ে। গতকাল ভিয়েতনামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্বের ম্যাচে গুয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও ২-২ ড্র করেছে। ৯১ মিনিটে ম্যাচে সমতা আনে গুয়াম। মারুফুল হকের প্রশিক্ষণে কিছু দিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। তার প্রশিক্ষণে এএফসি কাপে বাংলাদেশের যুবারা ভিয়েতনামে খেলছে। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৪-০ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে ড্র করায় পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটা ফিকে হয়ে গেল। আগের ম্যাচে ভরাডুবি ঘটলেও গতকাল বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৬ মিনিটেই গোল পেয়ে এগিয়ে যায় বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ সাফের নায়ক মিরাজুল ইসলাম বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিপক্ষের জালে বল পাঠান। ৭৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশের নিয়ন্ত্রণেই ম্যাচ ছিল। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান সুলতারো সুজুকি। ফের এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৮৮ মিনিটে মঈনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। সবাই ধরে নিয়েছিল জিততে যাচ্ছে বাংলাদেশ। ফরোয়ার্ড হারমোনের গোল বাংলাদেশের জয় কেড়ে নেয়।

সর্বশেষ খবর