বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

গোয়ালিয়রে টি-২০ ম্যাচ বন্ধের হুমকি!

ক্রীড়া প্রতিবেদক

হুমকি ছিল। তারপরও চেন্নাই টেস্ট কোনো রকম বাধা ছাড়া হয়েছে। কানপুর টেস্টেও হুমকি রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে। কানপুর টেস্টের পরপরই শুরু হবে ৩ ম্যাচ টি-২০ সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-২০ ম্যাচ। কানপুর টেস্ট ও গোয়ালিয়রে টি-২০ ম্যাচের দিন ম্যাচ বন্ধের হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ এ প্রসঙ্গে মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধের ডাক দিয়েছে। অবশ্য জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।’ এ হুমকি দেওয়ার কারণ, বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও নির্যাতন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ এনেছে হিন্দু মহাসভা। নিপীড়নের প্রতিবাদে কানপুর ও গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত ম্যাচে বন্ধের হুমকি দিয়েছে হিন্দু সংগঠনটি।

সর্বশেষ খবর